ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল গত ৩০ জানুয়ারি এবং শেষ হয় ৫ মার্চ। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আগামী ২ মে। ওইদিন বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসছে এ অধিবেশন।


সোমবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংসদ সচিবালয় জানায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন। 


উল্লেখ্য, প্রথম অধিবেশনের কার্যদিবস ছিলো ২২ দিন যেখানে দুটি বিল পাস হয়।

ads

Our Facebook Page